শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি উন্নয়নের লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার মিসাইলের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই বিআরটিএ নির্ধারিত সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা কার্যকরের দাবি ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২ জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

অবসরে বিএসএমএমইউর নিউরোসার্জন বিশেষজ্ঞ কনক কান্তি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯
  • ৩৫৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগ থেকে অবসরে গেলেন স্বনামধন্য নিউরোসার্জন বিশেষজ্ঞ উপাচার্য অধ্যাপক. কনক কান্তি বড়ুয়া।

বৃহস্পতিবার বিএসএমএমইউয়ের সি ব্লকে অধ্যাপক ডা. কনক কান্তি বড়য়া নিউরোসার্জারি বিভাগ থেকে অবসরে গ্রহণ উপলক্ষে ওই বিভাগের উদ্যোগে একটি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, প্রকৃতপক্ষে শর্টকার্ট বলে কিছু নেই। নিউরোসার্জারিতে এই কথাটি আরো বেশি গুরুত্ব বহন করে। সততা ও নৈতিকতার প্রতি অটুট থেকে অবিরাম কাজ করে যাও, জীবনে সফল হবেই। কাজের ক্ষেত্রে “না” করো না। কর্মজীবনকে উপভোগ্য করে তুলো। ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বৃহত্তর স্বার্থের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে।

উপাচার্য গভীর শ্রদ্ধার সাথে তাঁর প্রিয় শিক্ষকদের নাম উল্লেখ করে আরো বলেন, সবার সহযোগিতা ছাড়া জীবনের এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। তিনি তাঁর বক্তব্যে প্রত্যেকের সৃজনশীল প্রতিভা কাজে লাগানোরও আহ্বান জানান।

নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক ডা. আখলাক হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ সাম্যবাদী দল ও ১৪ দলের অন্যতম নেতা দিলীপ বড়–য়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম, সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, মাননীয় উপাচার্যের সহধর্মিনী সহযোগী অধ্যাপক ডা. শিউলী চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে সৎ ও বিশাল মনের একজন ন্যায়-নীতিনিষ্ঠাবান মানুষ। সহনশীলতা তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। রোগীদের প্রতি তাঁর মমত্ববোধ ও সেবা পরায়ণ মনোভাব সর্বদাই অনুসরণীয় ও অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত। সংগঠক হিসেবেও তিনি সফল মানুষ। তিনি একজন অসম্ভব পরিশ্রমী মানুষ। সততা, নৈতিকতার ক্ষেত্রেও তিনি অনুসরণীয় ব্যক্তিত্ব।

রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া গত বছরের ২৪ মার্চ উপাচার্য হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার নেন। তিনি আগামী ২০২১ সালের ২৩ মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।  অধ্যাপককনক কান্তি বড়–য়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের মিরের সরাই উপজেলার হাইত কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম প্রয়াত সুখদা বড়–য়া এবং পিতার নাম প্রয়াত ডা. শুভংকর বড়–য়া। পারিবারিক জীবনে তাঁর স্ত্রী ডা. শিউলি চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে অবস এন্ড গাইনী বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে ডা. সুদীপ বড়–য়া এবং কনিষ্ঠপুত্র সৌমিক বড়–য়া আমেরিকতাতে অধ্যয়ণরত।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া ১৯৭৭ সালের এপ্রিল মাসে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ১৯৯০ সালে এফসিপিএস, ২০০৩ সালে এমস (নিউরোসার্জারি), ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফআইসিএস (এওয়ার্ডেড ফেলোশীপ অফ ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জন্স) অ্যাওয়ার্ডে ভূষিত হন। অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া ২০১২ সালে শ্রীলঙ্কা থেকে অনারারী এফএসএলসিএস এবং কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স, পাকিস্তান থেকে অনারারি এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।

২০১৫ সালে তিনি বিএসএমএমইউ বিশ^বিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন। বর্ণাঢ্যময় শিক্ষাজীবনের অধিকারী অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন তিন বার ডীন নির্বাচিত হয়ে সার্জারি অনুষদের ডীনের দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল বিশ^বিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়েরও সম্মানিত সিন্ডিকেট মেম্বার।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com