বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) ১১টার পরে পুরানা পল্টন এলাকা থেকে শুরু হয়ে যুবদলের কেন্দ্রীয় নেতাদের মিছিলটি বায়তুল মোকারম এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, জাহাজ্ঞীর আলম দুলাল, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক মিয়া রাসেল, প্রচার সম্পাদক করিম সরকার সহ আরও কেন্দ্রীয় নেতারা।
এ সময় যুবদলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে মিছিল শেষে যুবদলের তিনজন নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন যুবদলের যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।
তিনি বলেন, মিছিল থেকে পুলিশ যুবদলের প্রচার সম্পাদক করিম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান ও সদস্য শাওনকে গ্রেপ্তার করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ