বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ইশরা নিখোঁজ হওয়ার ৩৬ দিন পর র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সদসরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সময় অপহরনকারী আল মামুন বাপ্পী ওরফে বাস্টার্ড বাপ্পী নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী শহরের শিমুলবাগ এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার কর্ াহয়। র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ হাছান আলী জানান, গত ২৭ জুন গলাচিপা উপজেলার ব্যবসায়ী নজরুল ইসলামের ৮ম শ্রেনীতে পড়–য়া ১৩ বছরের শিশু কন্যা ইশরা অপহরন হয়। পরে এঘটনায় ইশরার বাবা সংশ্লিষ্ট থানায় সাধারন ডায়েরী করে পটুয়াখালী র্যাব-৮ এর র্যাবের শ্মরনাপন্ন হয়ে কোম্পানী অধিনায়ক মোঃ হাছান আলীকে বিষয়টি জানান।
দীর্ঘ দিন খোঁজার পরে মোবাইল ট্রাকিং করে ৩ জুলাই মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ইশরাকে শহরের শিমুলবাগের মৃক্তিযোদ্ধা বারেক তালুকদারের বাসা থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরনকারী আল মামুন বাপ্পী(২৬) কে আটক করা হয়। র্যাব জানায়, মোবাইলের মাধ্যমে ইশরাকে প্রতারনার ফাঁদে ফেলে তাকে অপহরন করা হয়েছে। আটককৃত আল মামুন বাপ্পির বিরুদ্ধে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্œ আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। বর্তমানে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/জেএস