বাংলা৭১নিউজ, ডেস্ক: অপহরণের পর স্প্যানিশ ফুটবল অথরিটির সভাপতি ও উয়েফার ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেল মারিয়া ভিলারকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মেক্সিকো সিটি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ পররাষ্ট্র দফতর। খবর মার্কা ডটকম’র।
স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল গ্রাসিয়া বলেন, মঙ্গলবার রাতে তালুকার মেক্সিকো সিটি থেকে অজ্ঞাত এক নারী ভিলারকে অপহরণ করেন।
সে সময় তিনি পরিবারের প্রয়োজন মেটাতে এটিএম বুথ থেকে টাকা তুলে গাড়ি চালিয়ে ফিরছিলেন। পরে মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে অর্থ দাবি করা হয়। দাবি মোতাবেক ভিলার দুর্বৃত্তদের মুক্তিপণের অর্থও দেন। তবে তা ছিল তুলনায় কম।
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম ভিলার মুক্তি পাবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য তিনি ফিরে এসেছেন লাশ হয়ে।’
বাংলা৭১নিউজ/সিএইস