বিদ্যালয়ে যাওয়ার সময় অপহরণের শিকার হয়েছিল মো. ইমন নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্র। কৌশলে অপহরণকারীর হাত থেকে রক্ষা পেলো সে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে কিশোরগঞ্জের হোসেনপুর-পাকুন্দিয়ার আঞ্চলিক মহাসড়কের কাজীহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ইমন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ডগারের পাড় এলাকার মো. ইলিয়াসের ছেলে। সে তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, স্কুল ড্রেস পরে বাড়ির সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অপেক্ষা করছিল ইমন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কোনো অটোরিকশা না পেয়ে একটা সিএনজিচালিত অটোরিকশা ওঠে সে। তবে অটোরিকশাটি স্কুলের সামনে না দাঁড়িয়ে দ্রুত চলে যায়। কয়েক মিনিটে অটোরিকশাটি স্কুল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা বাজারে পৌঁছায়।
এ সময় ইমন বুঝতে পারে সে অপহরণকারীদের কবলে পড়েছে। এক পর্যায়ে স্পিড ব্রেকারের কাছে এসে অটোরিকশাটির গতি কমানো মাত্রই গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পায় সে। পরে ইমন বরাটিয়া চৌরাস্তায় বাজারের একটি চায়ের দোকানে গিয়ে আশ্রয় নেয়। সেখানে দাঁড়িয়ে থাকা একজনের মোবাইল ফোনে তার বাবাকে ঘটনাটি জানায়।
ইমন জানায়, ‘ওই গাড়িতে আরও একটা ছেলে ছিল। তার মতো ওকেও অপহরণ করা হয়েছে। সে-ও নামার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আমি লাফিয়ে পড়ে বেঁচে গেছি।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ছেলেটি সম্ভবত পাচারকারীদের হাতে পড়েছিল। তবে বুদ্ধির জোরে সে বেঁচে গেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ