বাংলা৭১নিউজ, বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় চার অপহৃতকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘উপজেলার হারগাজা এলাকা থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে অটোরিকশা থামিয়ে আহম্মেদ, মো. জহির, মামুন আলম ও কালা পুতু নামে চারজনকে অপহরণ করা হয়। এ ঘটনার পর তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি অভিযানে নামে পুলিশ। পরে রাত ১২টার দিকে একই এলাকা থেকে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে। এ সময় গণপিটুনিতে দুই অপহরণকারী নিহত হয়।
বাংলা৭১নিউজ/সি