বাংলা৭১নিউজ,ঢাকা: সাম্প্রদায়িক উগ্রবাদী ভেতরে ভেতরে শক্তিশালী হওয়ায় বড় ধরনের হামলার আশঙ্কা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের ২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।
দল ভারী করতে কোনো অপশক্তিকে আশ্রয় না দিতে ছাত্রলীগের প্রতি আহবান জানান তিনি।
অপশক্তির বিরুদ্ধে, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদী অপশক্তি কিন্তু ভিতরে ভিতরে ভয়ঙ্কয় প্রস্তুতি নিচ্ছে। শত্রুরা যাতে ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করা খুবই কঠিন। তাই তাকে হত্যা করার টার্গেট তাদের আছে। সেই চক্রান্ত বাংলাদেশে এখনো বর্তমান।’
বাংলা৭১নিউজ/এসএইস