‘তিন ধরনের শিল্পী আছে পৃথিবীতে। ভালো শিল্পী, বিপদগ্রস্ত শিল্পী আর অশিল্পী। বিপদগ্রস্ত শিল্পী সবসময় মনে করে, এই বুঝি পড়ে গেলাম!…এখনকার শিল্পীরা ত্রস্ত। দৌড়াচ্ছে। এই দৌড়টা বন্ধ করে হেঁটে যাও। টাকার পেছনে না ছুটে ভালো অভিনয় করো। টাকা এমনিই আসবে।’- হুমায়ুন ফরীদি
জন্মদিনে অনেক ভালোবাসা হে কিংবদন্তি। আপনার অভিনয় আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে। জীবনকে দেখার চোখ ভিন্ন বলেই এমন অসামান্য অভিনয় করতে পারতেন। জন্মদিনে অনেক রঙিন বেলুন উড়িয়ে দিলাম আপনার ঠিকানায়। কারণ, আপনি খুব পছন্দ করতেন। জন্মদিনে অনেক ভালোবাসা হে কিংবদন্তি।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বাংলা৭১নিউজ/এসএইচ