বাংলা৭১নিউজ,ঢাকা: জাতীয় দলের অনুশীলনে ফিরলেন সাকিব আল হাসান । ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হবার পর প্রথমবারের মতো অনুশীলনে যোগ দিলেন তিনি।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তাকে কাছে পেয়ে কিছুক্ষণ রীতিমতো আড্ডায় মজে যান মুশফিক-মাশরাফিরা। এরপরই সতীর্থদের সাথে অনুশীলনে মন দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
মিরপুরের সবুজ গালিচায় ফুটবল নিয়ে মেতে উঠেন সাকিব। ইংল্যান্ড সিরিজকে মাথায় রেখে গত ২০ জুলাই শুরু হওয়া এই কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলতে দেশ ছাড়েন সাকিব।
জ্যামাইকা তালাওয়াসকে শিরোপা জিতিয়ে দেশে ফিরে আসেন সাকিব। এরপর স্ত্রী-কন্যাকে নিয়ে মালদ্বীপে অবকাশ যাপনে যান সাকিব।
গত রোববার দেশে ফিরলেও এই প্রথম অনুশীলন করলেন সাকিব। বৃহস্পতিবার সকাল ৯টায় ক্যাম্পে অংশ নেয়া খেলোয়াড়রা দুটি দলে বিভক্ত হয়ে তিন ম্যাচের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন।
আগামী ৩ ও ৬ সেপ্টেম্বর আরো দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করা হবে।
বাংলা৭১নিউজ/সিএইস