৩৫ বছরের এক চীনা ব্যক্তি হঠাৎ ভিডিও শেয়ারিং এপ্লিকেশনে নিজের স্ত্রীর আরেক বিয়ের ভিডিও দেখে হতবাক হয়েছেন। কোনো প্রকার দ্বন্দ্ব ও বিচ্ছেদ ছাড়াই এমন ঘটনায় দ্বিধায় পড়ে যান ওই স্বামী, দ্বারস্থ হন পুলিশের। গতকাল মঙ্গলবার এমন খবর জানিয়েছে খালিজ টাইমস।
সম্প্রতি চীনের স্বায়ত্তশাসিত প্রদেশ ইনার মঙ্গোলিয়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গত জানুয়ারিতেই এক লাখ ৪৮ হাজার ইউয়ান যৌতুক দিয়ে তিনি বিয়ে করেছিলেন ওই নারীকে। বিয়ের পর নিজ পরিবারের সঙ্গে দেখা করতে সেই নারী যখন বাড়ি ফিরেছিলেন তখনই অনলাইনের বরাতে এমন কাণ্ড ফাঁস হয়।
পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ তদন্ত করতে গিয়ে আবিষ্কার করে এই নারী এক চক্রের সদস্য। তারা কমপক্ষে ১৯ জনের সঙ্গে বিয়ের নাটক করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ জানিয়েছে, জানুয়ারিতে বিয়ের পর মার্চে দ্বিতীয় বিয়ে ভিডিও সামনে আসে।
বাংলা৭১নিউজ/এসএইচ