খুব বেশি দিন হয়নি বড় পর্দায় পা রেখেছেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
বাবা-মায়ের অনুপস্থিতিতে একবার প্রেমিককে বাড়িতে ডেকেছিলেন অনন্যা, যা তার বাবা চাঙ্কি পান্ডের গোপন ক্যামেরায় রেকর্ড হয়। পরবর্তীতে তা দেখেন চাঙ্কি। এ ঘটনার পর বাবা-মাকে ৫ পৃষ্ঠার চিঠি লিখেছিলেন এই অভিনেত্রী। মেয়ের সঙ্গে বাবার সম্পর্ক ও মেয়ের প্রেমজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন চাঙ্কি।
লেহরেনকে দেওয়া সাক্ষাৎকারে মেয়ের প্রেমজীবন নিয়ে চাঙ্কি পান্ডে বলেন, ‘আমি বলতে চাচ্ছি, এটা ঠিক আছে। তার (অনন্যা) বয়স ২৫ বছর। সে আমার চেয়ে বেশি টাকা আয় করে। সে যা চায় তা করার স্বাধীনতা তার রয়েছে। ২৫ বছর বয়সি মেয়েকে কী করতে হবে তা আমি কীভাবে বলতে পারি!’
রুপালি পর্দায় মেয়ে অনন্যা পান্ডের অন্তঃরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখেছেন চাঙ্কি। এ বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা আমি দেখেছি। ঠিক আছে। হলিউডেও এটা আমি দেখেছি। এখানে ক্ষতির কিছু নেই। আপনাকে এটা গ্রহণ করতে হবে।’
মেয়েরা তার কাছে পরামর্শের জন্য আসেন কি না? জবাবে চাঙ্কি পান্ডে বলেন, ‘আমার দুটো মেয়েই ভাবনার (চাঙ্কির স্ত্রী) খুব কাছের। মেয়েদের যখন কোনো কিছু প্রয়োজন হয়, তখন তারা আমাকে কল করে। অন্যথায় তারা তাদের মায়ের কাছে সব শেয়ার করে। বয়স অনুসারে তারা ভাবনার কাছাকাছি। কোনো পরামর্শ প্রয়োজন হলে আমি সবসময়ই তাদের পাশে থাকি।’
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খো গায়ে হাম কাঁহা’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ অভিনেত্রী।
অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও ব্যক্তিগত নিয়ে বহুবার আলোচনায় উঠে এসেছেন অনন্যা। তার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা আদিত্য রায় কাপুর, শাহরুখ পুত্র আরিয়ান খানের। তবে কখনো সম্পর্কের কথা স্বীকার করেননি এই অভিনেত্রী।
বাংলা৭১নিউজ/এসএইচ