বাংলা৭১নিউজ, ডেস্ক: সকালে অফিসে ঢুকে বসের সঙ্গে দেখা হলে নিশ্চয়ই ‘হাই’, ‘হ্যালো’, ‘গুড মর্নিং’ বলে অভিবাদন করেন। কিন্তু তা বলে রোজ সকালে অফিসে এসেই বস’কে চুমু? ভাবা যায়!
তা সে আপনার ইচ্ছা হোক বা না-ই হোক। বাধ্যতামূলক ভাবে যদি বস’কে রোজ চুমু খাওয়ার রেওয়াজ থাকে আপনার অফিসে তা হলে কেমন লাগবে? সে যেমনই লাগুক। এই অফিসে চাকরি করতে গেলে কিন্তু এমন আজব নিয়ম মানতেই হবে আপনাকে। তবে হ্যাঁ।
এক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন পুরুষ কর্মীরা। কারণ এই নিয়ম শুধুমাত্র মহিলা কর্মীদের উপরেই প্রযোজ্য। খুব বেশি দূরে নয়, আমাদের প্রতিবেশী চিনেই রয়েছে এমন অদ্ভুত অফিস।
রাজধানী বেজিংয়ের তঙ্গঝৌ জেলার এই অফিসে বেশির ভাগই মহিলা কর্মী। প্রতি দিন সকালে অফিসে এসেই প্রত্যেক মহিলা কর্মীকে বাধ্যতামূলক ভাবে বস’কে লিপ কিস করতে হয়। এটাই এই কোম্পানির নিয়ম। কর্তৃপক্ষের দাবি, এতে কর্মীদের সঙ্গে বসের সম্পর্ক গাঢ় হয়, তাঁদের মধ্যে বন্ধুত্ব অটুট থাকে।
সম্প্রতি চিনের একটি সংবাদ মাধ্যম তাঁদের টুইটার অ্যাকাউন্টে এই অফিসের একটি ভিডিও আপলোড করায় বিষয়টি সর্বসমক্ষে আসে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অবশ্য এই আজব রীতির নিন্দা করেছে।
বাংলা৭১নিউজ/এসএম