বুধবার, ০১ মে ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর মিরপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফুপু-ভাতিজা নিহত নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলের দাম বাড়লো দাবি আদায়ে প্রেসক্লাবে শ্রমিকদের সমাবেশ-র‌্যালি ট্রুডোকে উন্মাদ আখ্যা, কানাডার বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার রাজবাড়ীতে সেতু ভেঙে কাঁচা রাস্তা, আড়াই বছরেও হয়নি নির্মাণকাজ

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ৮৫ কর্মকর্তা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬
  • ২১৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৮৫ যুগ্মসচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে জনপ্রশাসনে তিনস্তরে পদোন্নতির গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি চূড়ান্ত হল।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে দেশে থাকা ৮৩ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বিদেশে পদায়ন করা দু’জন কর্মকর্তা রয়েছেন। এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাড়াল ৪৪৭ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা একশ’র কিছু বেশি।

উপসচিব থেকে যুগ্মসচিব ও সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদেও পদোন্নতি শিগগিরই আসছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

যারা পদোন্নতি পেলেন
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব দিলীপ কুমার শর্মা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) মো. ছবির আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পান্নালাল চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জিএম মনসুর রহমান, বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন, স্পারসোর সদস্য কামরুন নাহার খানম।

পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোশাররফ হোসেন, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার এস এম রেজওয়ান হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মুন্সি সফিউল হক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবু সাঈদ শেখ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক পরিমল কুমার দেব, শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মো. দাবিরুল ইসলাম পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ই ই পি প্রকল্পের প্রকল্প পরিচালক ভবেশচন্দ্র পোদ্দার, পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্মসচিব সালমা মাহমুদ, ওএসডি যুগ্মসচিব মো. ইসরাফিল খন্দকার, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প পরিচালক এস এম আশফাক হোসেন, পর্যটন করপোরেশনের পরিচালক এম মওদুদুর রশিদ সফদার, বিনিয়োগ বোর্ডের পরিচালক মো. আমিনুল ইসলাম।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য সোলতান আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. খলিলুর রহমান, জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে মহিউদ্দিন আহমেদ, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব অরুণ কুমার মালাকার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত ওএসডি যুগ্মসচিব শহীদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত ওএসডি যুগ্মসচিব মোহাম্মদ শামীম ইকবালও রয়েছেন পদোন্নতির তালিকায়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে আরো রয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক সহিদুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক শেখ মো. কাবেদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাবিবুর রহমান খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব তৌহিদা বুলবুল।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক মো. শামসুর রহমান, বিসিকের পরিচালক মো. ইফতেখারুল ইসলাম, কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক মো. নুরুজ্জামান, ওএসডি যুগ্মসচিব আবু হেনা মোস্তফা কামাল, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সিরাজুল হায়দার, আইএমইডির সিপিটিইউ’র মহাপরিচালক মো. ফারুক হোসেন, পরিবেশ অধিদফতরের পরিচালক মো. শাহাদাত হোসেন, বিসিআইসির পরিচালক মো. হাইউল কাইয়ুম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. আশরাফ শামীম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হাসনাত মো. জিয়াউল হক, অর্থ বিভাগের যুগ্মসচিব দীপক কান্তি পালও অতিরিক্ত সচিব হয়েছেন।

পদোন্নতির তালিকায় আরও রয়েছেন ওএসডি যুগ্মসচিব শাহ মোহাম্মদ নাসিম, সমাজসেবা অধিদফতরের পরিচালক এ কে এম খায়রুল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মঞ্জুরুর রহমান, বিকেএসপির পরিচালক মো. ওবায়দুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ফরিদ আহমেদ ভুঞা।

আরো পদোন্নতি পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাহিদুল ইসলাম, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ আজহারুল হক, অর্থ বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মো. ইলিয়াস লস্কর, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক মীর আলী রেজা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেদায়েত উল্লাহ চৌধুরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক মো. আনোয়ার হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রণজিত কুমার সেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব রহমত উল্লাহ মোহা. দস্তগীর, বিনিয়োগ বোর্ডের পরিচালক শামসুন্নাহার বেগম, অর্থ বিভাগের যুগ্মসচিব মো. মনীর উদ্দিন ও আরফীন আরা বেগম, শিক্ষা মন্ত্রণালয়ের টিকিউআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জহির উদ্দিন বাবর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ মিজানুর রহমান, হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মুজিবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মো. আশ্রাফ উদ্দিন আহমেদও পদোন্নতির তালিকায় রয়েছেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব বি এম এনামুল হক, বিআইডব্লিউটিএ’র সদস্য মনিরুজ্জামান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক আবু তাজ মো. জাকির হোসেন, বিআইডব্লিউটিসির পরিচালক মো. আশরাফুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সীমা সাহা, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের যুগ্মসচিব কোং খাম নীলমনি সিংহ, মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত ওএসডি যুগ্মসচিব সুশান্ত কুমার প্রামাণিক অতিরিক্ত সচিব হয়েছেন।

আরো রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মো. গোলাম কিবরিয়া, অর্থ বিভাগের যুগ্মসচিব মো. জাফর উদ্দিন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মো. আমান উল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আজহারুল হক, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন-অর-রশীদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোল্লা জালাল উদ্দিন, ওএসডি যুগ্মসচিব মো. শাহ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব কাজী মোস্তফা সরোয়ার।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্মসচিব মো. মাহফুজুল কাদের, বিআইডব্লিউটিএ’র সদস্য মোহাম্মদ মফিজুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য মিজানুর রহমান, স্পারসোর সচিব শহীদ হাসান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মো. শফিকুল ইসলামও পদোন্নতি পেয়েছেন।

এছাড়া ইতালির বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক কাউন্সিলর মো. মফিজুর রহমান ও নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম সচিব বিজনলাল দেবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আরেকটি আদেশ জারি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com