বাংলা৭১নিউজ, ঢাকা: স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকসহ ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়নের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের আগামী ৭ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পারসোনাল শাখা-২) এ একে এম ফজলুল হক স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের নির্দেশনা দেয়া হয়।
এক প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেল কলেজের বায়োকেমিষ্ট্রি বিভাগের ডিন অধ্যাপক ডা. নাসিমা সুলতানাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সামিউল ইসলামকে মহাখালি জনস্বাস্থ্য ইনষ্টিটিউটের পরিচালক, স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (লেপ্রোসি), এমবিডিসি ডা. মো.ফরিদ হোসেন মিঞাকে মাদারিপুরের সিভিল সার্জন, মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের ডা. মো.শাহজাহান কবীর চৌধুরীকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে বদলি ও পদায়ন দেয়া হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (ওএসডি) সংযুক্ত ম্যাটস, টাঙ্গাইলের ডা. প্রফুল্ল কুমার সাহাকে তেজগাঁও সিএমএসডির সহকারি পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদফতরের (ওএসডি) সহকারি পরিচালক ডা. মো. সেলিম মিয়াকে তেজগাঁও সিএমএসডির সহকারি পরিচালক (আইএসএম), স্বাস্থ্য অধিদফতরের (ওএসডি) সহকারি পরিচালক ডা. প্রভাস কুমার দাশকে ১০০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক সমমান), স্বাস্থ্য অধিদফতরের (ওএসডি) সহকারি পরিচালক ও সংযুক্ত তাজহাট আইএইচটি রংপুরের ডা. মো.মুখলেছুর রহমান সরকারকে রাজশাহী মেডিকেল কলেজের সহকারি পরিচালক (অর্থ ও ভান্ডার), স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (ওএসডি) সংযুক্ত ম্যাটস, টাঙ্গাইলের ডা. নারায়ণ চন্দ্র সাহাকে সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারি পরিচালক, রাজবাড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক সমমান) ডা. মো. মেজবাহুল হককে ফরিদপুর ম্যাটসের সিনিয়র লেকচারার (সহকারি পরিচালক সমমান), ন্যাশনাল ইনষ্টিটিউট অব ইএনটি, তেজগাঁওয়ের সহকারি পরিচালক পদে বদলি/পদায়নের আদেশাধীন ডা. এটিএম নুরুজ্জামানকে সহকারি পরিচালক ওএসডি, স্বাস্থ্য অধিদফতর ও সংযুক্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,বগুড়া, স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (ওএসডি) সংযুক্ত ম্যাটস, ঝিনাইদহের ডা. স্বপন কুমার কুন্ডুকে রাজবাড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক সমমান), স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (ওএসডি) সংযুক্ত ম্যাটস, টাঙ্গাইলের ডা. সুফিয়া বেগমকে টাঙ্গাইল ম্যাটসের সিনিয়র লেকচারার (সহকারি পরিচালক সমমান) ও স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (ওএসডি) সংযুক্ত আইএইচটি ডা. সতীন্দ্র নাথ গাইনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি ও পদায়ন দেয়া হয়।
বাংলা৭১নিউজ/সিএইস