বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা-ঘাগড়া সড়কের বেড়াইল নামক স্থানে রবিবার দুপুরের দিকে অটোরিকশার ধাক্কায় সালমা আক্তার নামক পাচঁ বছরের এক শিশু নিহত হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার খলিশাউর গ্রামের সাঈদ মিয়া ঈদ উপলক্ষ্যে তার স্ত্রী ও মেয়ে সালমাকে নিয়ে রবিবার সকালে তার শ^শুড়বাড়ি অগিয়া ইউনিয়নে বেড়াইল গ্রামে বেড়াতে আসে।
দুপুরের দিকে সালমা বাড়ির পাশে পূর্বধলা-ঘাগড়া সড়কের একটি বাঁশ ঝাড়ের কাছে দাঁড়িয়ে ছিল। এ সময় বেপরোয়া গতিতে ছুটে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, অটোরিকশার ধাক্কায় শিশু সালমা নিহত হয়েছে। এ ব্যাপারে সামলার বাবা সাঈদ মিয়া বাদী হয়ে অটোরিকশা চালক আল আমীন মিয়াকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর চালক আল আমিন পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস