শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কত শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব ২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা টেকনাফে নৌবাহিনীর অভিযান, অস্ত্রসহ বিপুল নদগ অর্থ জব্দ ভারতের কিছু মিডিয়ার কাজই হচ্ছে মিথ্যা বলা: স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের ছুটি শেষে এসএসসি পরীক্ষা, নানামুখী চ্যালেঞ্জ বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ‘মোদী আমার বন্ধু’ বলেই ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের দুর্নীতির অভিযোগ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক সৌদি আরবে সড়কে প্রাণ হারালেন কুমিল্লার যুবক ধলেশ্বরী নদীতে সেনা অভিযান : অস্ত্রসহ ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জন আটক বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত কালীগঞ্জে লোহার রড় দিয়ে পিটিয়ে যুবককে হত্যা মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬ ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড় হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা বিমসটেক সম্মেলনে বিকেলে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ

অটোগ্যাস স্টেশন স্থাপনে বসুন্ধরা এলপি গ্যাসের সঙ্গে পদ্মা অয়েলের চুক্তি

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে ১৯৯৯ সাল থেকে কাজ করে যাচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস লিঃ। এখন পর্যন্ত প্রায় ২০০ টি স্টেশনের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে এবং আরও ২০০ টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার এলপিজির বাজার বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এর সাবসিডিয়ারি পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) এর সঙ্গে কাজ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।

আজ রবিবার (০৭/০২/২০২১) বেলা ৩টায় রাজধানীর কাওরান বাজারে অবস্থিত পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) এর অফিসে আয়োজিত হয় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এখন থেকে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।

অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন মোঃ মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এবং জাকারিয়া জালাল, হেড অফ সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ। এ সময় পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নুমান তাপাদার (মহাব্যবস্থাপক), সোহেল আব্দুল্লাহ মহাব্যবস্থাপক (মার্কেটিং) এবং বিপিসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আহম্মদুল্লাহ (ডেপুটি ম্যানেজার, পারসোনাল সেক্রেটারি, বিপিসি চেয়ারম্যান)।

বসুন্ধরা এলপি গ্যাসে লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন, আতাউর রহমান (এজিএম, সেলস), কাজী রোকন উদ্দিন (ম্যানেজার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) এবং মোঃ এনামুল হক (এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ)।

অটোগ্যাস বা এলপিজি ইতোমধ্যেই বিশ্বজুড়ে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ও প্রশংসিত। এ চুক্তির মাধ্যমে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড সারা দেশের যানবাহনে ব্যবহারের জন্য পরিবেশবান্ধব জ্বালানি অটো এলপিজি দ্রুত প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে পারবে।

অনুষ্ঠানে দেশের সর্ববৃহৎ এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিঃ-এর পক্ষ থেকে বলা হয় পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর সাথে চুক্তি সম্পাদন করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এর সাবসিডিয়ারি হিসেবে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পণ্য, লুব্রিক্যান্ট, বিটুমিন ও এলপিজি বাজারজাত করে। বর্তমানে দেশব্যাপী কোম্পানিটির ৬৯৭ টি ফিলিং স্টেশন রয়েছে।

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাস এর হেড অফ সেলস জাকারিয়া জালাল বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের বর্তমান এলপিজি আমদানি, সংরক্ষণ, সিলিন্ডার প্রস্তুতকরণ এবং সরবরাহ সক্ষমতা তুলে ধরেন। তিনি বলেন, উল্লেখযোগ্য মার্কেট শেয়ারের অধিকারী পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) এর সাথে এলপিজি ইন্ডাস্ট্রিতে সর্ববৃহৎ প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস এর চুক্তি স্বাক্ষর একটি মাইলফলক হিসেবে থাকবে।

এই চুক্তির আওতায় বাংলাদেশে প্রথাগত ফুয়েল এর বিপরীতে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত সম্পন্ন এবং অধিক নিরাপদ অটোগ্যাস বাজারজাত করণের জন্য দুই পক্ষই এক সাথে কাজ করবে। পণ্য বৈচিত্রতায় এবং বাজারজাতকরণে বসুন্ধরা যেভাবে কাজ করে আসছে, অটোগ্যাস খাতেও বসুন্ধরা তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com