বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে খালের পাশ থেকে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রামের বয়াসিংগা খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহতের আনুমানিক বয়স ২৫/২৬ বছর। তার পরনে কালো ছাপার সেলোয়ার কামিজ ছিল। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ওই এলাকার লুৎফর রহমানের মাছের ঘেরের দক্ষিণ-পশ্চিম দিকে খালের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার গলায় প্রথমে তার পেচিয়ে শ্বাসরোধ তারপর ভোতা অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে।
তিনি আরো বলেন, যেখানে ওই নারীর লাশ পাওয়া গেছে কাছেই বেড়িবাঁধের পাশে একটি বৈদ্যতিক তার এবং রক্ত পড়েছিল। ধারণাকরা হচ্ছে রাতের কোন এক সময় ওই নারীকে শ্বাসরোধ করে এবং গলা কেটে হত্যার পর লাশ খালের পাশে ফেলে রাখা হয়। হত্যান্ডের কারণ ও হত্যাকারীদের আটকে পুলিশের তদন্ত চলছে বলে তিনি জানান।
বাংলা৭১নিউজ/জেএস