বুধবার, ০১ মে ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

অচেতন মা-দুই শিশু উদ্ধার, একজনের মৃত্যু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর বাড্ডার খান মসজিদের পাশের একটি বাসা থেকে মা ও দুই শিশু কন্যাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আরিয়া (২) নামের এক শিশু মারা গেছেন।

মা শাহানা আকতার (৩৩) ও অপর শিশু আগমনী (৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার ভোর রাত ৪টার দিকে উত্তর বাড্ডার খান মসজিদের পাশের পঞ্চকুন ভিলা নামের একটি পাঁচতলা বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।

সেখান থেকে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে ও অবস্থার অবনতি হলে পরে তাদের ঢামেকে নেয়া হলে শিশু আরিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বাসার প্রতিবেশী মো. সেলিম মিয়া জানান, শাহানা আক্তারের স্বামী আমজাদ হোসেন একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত। তিনি রাত ২টার দিকে বাসায় এসে বেশ কয়েকবার দরজায় ধাক্কধাক্কি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তার সহায়তায় পাশের এক ভাড়াটিয়া ও বাড়ির মালিককে সঙ্গে নিয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন তারা।

এরপর শাহানা ও তাদের দুই সন্তানকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

তবে কিভাবে তারা অচেতন হলেন তা বলতে পারেননি প্রতিবেশী সেলিম।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, প্রকৃত ঘটনা কী, তা কেউ বলতে পারছেন না। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com