বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধিঃ দুই মাসের অগ্রিম ভাড়ার জন্য বাড়িওয়ালা কর্তৃক আটকে রাখা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে কামারগাড়ী এলাকায় শিউলী ছাত্রীনিবাসে এই ঘটনা ঘটে। বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রীনিবাসটির বাসিন্দা বীথি সাংবাদিকদের বলেন, দুপুরে শিউলী ছাত্রীনিবাসের পাঁচ ছাত্রী বাড়ি যাওয়ার জন্য বই কাপড়-চোপড় বের করার সময় নিবাসের তত্ত্বাবধায়ক রেনু বেগম আগাম দুই মাসের ভাড়া ছাড়া তাদের বের হতে বাধা দেন।
এ নিয়ে ছাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নিবাসের মালিক। এক পর্যায়ে ছাত্রীনিবাসের মালিক ছাত্রীদের ভেতরে রেখে মুল ফটকে তালা ঝুলিয়ে দেন।
বীথি আরও বলেন, মে মাস পর্যন্ত ভাড়া পরিশোধ করা হয়েছে। আগাম আরও দুই মাসের ভাড়া চায়। করোনাভাইরাসের সময় বিভিন্ন ছাত্র ও ছাত্রীনিবাসের মালিকরা জোট হয়ে এভাবে নির্যাতন করছে। ভাড়াও তারা বেশি নেয়।
এসআই জাহাঙ্গীর আলম জানান, খবরটি ছড়িয়ে পড়লে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ পাঁচ ছাত্রীকে তালাবন্ধ ঘর থেকে উদ্ধার করে। পরে ওই পাঁচ ছাত্রী বই, কাপড়-চোপড়সহ বাড়ির উদ্দেশে রওয়ানা দেন।
এই ছাত্রীনিবাসে প্রায় ৫০ জন ছাত্রী থাকেন বলে এসআই জাহাঙ্গীর জানান।
শিউলী ছাত্রনিবাসের তত্ত্বাবধায়ক রেনু বেগম বলেন, বাড়ির মালিক রমজান আলীর সঙ্গে কথা বলে অন্যান্য মালিকদের সঙ্গে নিয়ে তালা ঝুলিয়েছিলাম।
ছাত্রীনিবাসের অপর এক মালিক মো. মাছুম বলেন, আমরা ছাত্রীনিবাসের মালিকরা এক হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগাম দুই মাসের ভাড়া ছাড়া কাউকে বই কাপড়-চোপড় নিয়ে বাড়ি যেতে দেব না। তাই সবাই মিলে ভাড়া না দেওয়ায় তালাবন্ধ করা হয়।
জহুরুলনগরের একটি ছাত্রীনিবাসের মালিক আসলাম আলী বলেন, এটা অমানবিক। আজিজুল হক কলেজের আশেপাশে প্রায় ৫শটি ছাত্র ও ছাত্রীনিবাসের ১০ হাজারের মতো শিক্ষার্থী থাকেন। করোনাভাইরাসের সময় বেশিরভাগ মালিক এরকম করছে।
বাংলা৭১নিউজ/এমএস