বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া-গট্টি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শণ ও ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে জাকের পার্টির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রবিবার বালিয়া গট্টি গ্রামে আবুল কালামের বাড়িতে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্ত ৭টি পরিবারের মাঝে জাকের পার্টির পক্ষ থেকে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিতি ছিলেন, জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক ফকির আ: মান্নান, তথ্য বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সহ-সভাপতি আ: মান্নান মিয়া, সাহিদ আলী সিকদার, ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইউসুফ সিকদার প্রমূখ।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে ৭টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাংলা৭১নিউজ/জেএস