বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকান্ডে ২টি গাভীর মৃত্যুসহ ৫ লাখ টাকার ক্ষতির ঘটনা ঘটেছে। জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামের মো. আবুল মোল্লা (৫৫) মঙ্গলবার দিবাগত গভীর রাতে গরুর গোয়ালে কয়েল জালিয়ে ঘুমিয়ে পড়ে।
রাত আড়াইটার হঠাৎ ঘুমভেঙ্গে দেখতে পান গরুর গোয়ালে আগুন জ্বলছে। এসময় আগুন আগুন বলে শোর চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। গোয়াল ঘরে থাকা ২টি গর্ভবতী গাভী আগুনে পুড়ে মারা যায় ও অপর ২টি এড়ে গরু ও ১টি বকনা গরু আগুনে পুড়ে ঝলসে যায়।
এছাড়া একটি টিনের গরুর ঘর ও একটি রান্না ঘর ভষ্মিভূত হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: আসজাদ সাংবাদিকদের জানান, আশংঙ্কা জনক ৩টি গুরুর চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ওই ব্যক্তির অপুরনীয় ক্ষতি হয়েছে। পৌর মেয়র সাইফুর রহমান সাইফার ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবারটিকে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বাংলা৭১নিউজ/জেএস