বাংলা৭১নিউজ, ডেস্ক: যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরের ব্যস্ততম একটি রাস্তা থেকে এক স্কুলছাত্রীকে অপহরণ করে যৌন নির্যাতন করা হয়েছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে দুজন লোকে রাস্তা থেকে ঐ কিশোরীকে প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। অপহরণের চার ঘন্টা পর তাকে পুলিশ উদ্ধার করে।
টেমস ভ্যালি পুলিশ জানায়, ঐ কিশোরীকে এখন দুজন বিশেষ কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। তারা সাক্ষী উপস্থিত করার জন্য আবেদন করেছেন। পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ছেলেময়েদের যেন একা একা স্কুলে না পাঠিয়ে গ্রুপের সঙ্গে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, অপহরণের সময় ঐ কিশোরীর পরনে স্কুলের ইউনিফর্ম ছিল। সামার টাউন এলাকার মার্সটন রোড এবং ব্যানবারি রোড এলাকা থেকে একটি সিলভার রঙের প্রাইভেট কারে দুজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে উঠিয়ে নিয়ে যায়। পরে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে এক মাইলের বেশি দূরে ক্যাভেনডিস ড্রাইভ এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
টিভিপি মেজর ক্রাইম ইউনিটের গোয়েন্দা প্রধান ইন্সপেক্টর সিমন স্টিল বলেন, ‘আমরা এই ঘটনার তদন্তে প্রাথমিক পর্যায়ে আছি। অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছি।’
বাংলা৭১নিউজ/সিএইস