ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলার পলাতক আসামি ইসাহাক আলীকে ৯ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার ভোরে রাজাবাড়ীর বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, শৈলকুপার চাঞ্চল্যকর আইয়ূব আলী মন্ডল হত্যা মামলার আসামি রাজবাড়ী জেলায় আত্মগোপনে আছে, এমন খবরে অভিযান চালানো হয়। অভিযানে ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার পর থেকে আসামি দীর্ঘ ৯ বছর ধরে পলাতক ছিল। পরে তাকে শৈলকুপায় থানায় সোপর্দ করা হয়েছে।
জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৪ সালের ১১ এপ্রিল শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে আইয়ুব আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ ইসাহাক আলীসহ তার সহযোগীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের ভাই শওকত আলী মন্ডল বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তখন থেকে পলাতক ছিল ইসাহাক।
বাংলা৭১নিউজ/এসএইচ