বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

৭৮ উপজেলায় ভোট শুরু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৯০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলায় আজ রোববার ভোট নেওয়া হচ্ছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও জাতীয় নির্বাচনের দুই মাসের বেশি সময় পর অনুষ্ঠিত এই স্থানীয় সরকার নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক জোটগুলো এই নির্বাচন বর্জন করেছে। ফলে এবারের নির্বাচন হচ্ছে অনেকটা একতরফা। ইতিমধ্যে প্রথম ধাপের ১৫টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অনেক জায়গায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী, যাঁরা আওয়ামী লীগেরই নেতা। আর বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও দলটির স্থানীয় নেতাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা সমালোচিত হলেও উপজেলা নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে সংস্থাটি কিছুটা কঠোর অবস্থান নিয়েছে। নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না মনে করে তিনটি উপজেলার নির্বাচন শেষ মুহূর্তে স্থগিত করেছে ইসি। এর আগে ইসি নয়জন সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। এ ছাড়া কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়।

এবার সারা দেশে পাঁচটি ধাপে ৪৮০টি উপজেলায় নির্বাচন হবে। প্রথম ধাপে ৮৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। গতকাল শনিবার ইসি জানিয়েছে, শুক্রবার রাতে ইসি সুনামগঞ্জের জামালগঞ্জ, নেত্রকোনার পূর্বধলা ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভোট স্থগিত করেছে। নাটোর সদর এবং জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেখানে ভোট হচ্ছে না। আর তিনটি উপজেলার (নীলফামারীর সদর ও জলঢাকা এবং রাজশাহীর পবা) ভোট আদালতের নির্দেশে স্থগিত হয়েছে। এই নয়টি উপজেলায় আজ ভোট হচ্ছে না। বাকি ৭৮টি উপজেলা পরিষদে আজ ভোট নেওয়া হচ্ছে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপের এই ৭৮টি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২০৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৪৯ জন। প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন; সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনী দায়িত্বে থাকা কেউ দায়িত্বে অবহেলা করলে তাৎক্ষণিকভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিন উপজেলায় ভোট স্থগিত করল ইসি

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আল আজাদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মু. রশীদ আহমদ।

স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম গত ২৮ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে সরকারদলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন এবং সংরক্ষিত আসনের সাংসদ শামীমা আক্তার খানমের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেন। ইসি মোয়াজ্জেম হোসেনকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, জামালগঞ্জে এক প্রার্থীর পক্ষে স্থানীয় সাংসদ প্রচারণায় অংশ নিয়েছিলেন। হয়তো এ কারণেই ওই উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে।

নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে প্রার্থী হলেন আওয়ামী লীগের জাহিদুল ইসলাম ও দলীয় বিদ্রোহী মাছুদ আলম তালুকদার। জাহিদুল উপজেলা যুবলীগের সভাপতি ও পরিষদের বর্তমান চেয়ারম্যান। আর মাছুদ আলম তালুকদার উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সভাপতি। প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে দুই প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় দুই পক্ষই থানায় মামলা ও লিখিত অভিযোগ করেছে। গত রোববার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। সর্বশেষ গত শুক্রবার দুপুরে হিরণপুর বাজারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালান বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

আওয়ামী লীগের প্রার্থী জাহিদুল ইসলামের অভিযোগ, স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন এবং ওই থানার ওসি বিল্লাল উদ্দিন পছন্দের প্রার্থী মাছুদ আলম তালুকদারের পক্ষে অবস্থান নেন। এর মধ্যে সাংসদ প্রভাব খাটিয়ে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করে সরাসরি নির্বাচনী প্রচারে নামেন। গত ২৮ ফেব্রুয়ারি সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি। তিনি এলাকা ছাড়লেও পরে বৃহস্পতিবার রাত থেকে আবারও ফিরে আসেন। গত মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের নির্দেশে থানার ওসি বিল্লাল উদ্দিনকে প্রত্যাহার করা হয়।

নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মুতাহসিম প্রথম আলোকে বলেন, ‘পূর্বধলায় নির্বাচন ন্যায়সংগত ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী পরিচালনা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।’

লালমনিরহাট প্রতিনিধি জানান, গত শুক্রবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে ইসি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার রাতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ব্যক্তিগত সহকারী (এপিএস) মিজানুর রহমানের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা হয়েছে। এ ছাড়া পাটগ্রামের ওসি আরজু মো. সাজ্জাদ হোসেনকে শুক্রবার রাতে পাটগ্রাম থেকে বদলি করা হয়েছে।

তিন উপজেলায় আদালতের নির্দেশে স্থগিত

আদালতের নির্দেশে নীলফামারীর জলঢাকা ও সদর উপজেলা এবং রাজশাহীর পবা উপজেলা পরিষদে আজ ভোট হচ্ছে না।

 নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর জলঢাকা ও সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে শুক্রবার রাতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জে উচ্চ আদালতে পৃথক দুটি রিট হওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ওই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১০ মার্চের নির্বাচন স্থগিত করা হলো।

বাংলা৭১নিউজ/সূত্র: প্রথম আলো/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com