বাংলা৭১নিউজ,ঢাকা: ৫৪ ধারাসহ ফৌজদারি কার্যবিধির বিষয়ে হাইকোর্টের নির্দেশনা মেনেই কাজ করবে সরকার।
আপিল বিভাগের রায়ের পর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান।
এ সময় তিনি বলেন, ‘উচ্চ আদালতের রায় প্রত্যেককে মেনে চলতে হবে। যদি ৫৪ ধারার অপব্যবহারে কোনো অপরাধ হয়, তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের বিচার করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ রায় এলে আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।’ এ সময় মন্ত্রী আরও বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সুস্পষ্ট নির্দেশনা রয়েছে পুলিশ কীভাবে এবং কারা গ্রেপ্তার করতে পারবেন। এখনো কিন্তু সেটা হচ্ছে। যে সংস্থা গ্রেপ্তার করতে যাচ্ছে, পোশাকে সেটা উল্লেখ থাকে।’
অন্যদিকে, ৫৪ ধারায় গ্রেফতারের বিষয়ে আদালতের নির্দেশনা পালনে পুলিশ বাধ্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
আপিল বিভাগের রায়ের পর সকালে তিনি সাংবাদিকদের একথা জানান।
এসময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. আব্দুল বাতেন বলেন, ‘আমরা আদালতের নির্দেশনা অবশ্যই প্রতিপালন করবো। আদালতের নির্দেশনাগুলোর বেশির ভাগই সিআরপিসিতে আছে। তবে কিছু নতুন বিষয় আছে যেমন কোনো ব্যক্তিকে তার বাসা বা অফিস ব্যতীত কোনো স্থান থেকে গ্রেফতার করা হলে সেটি অবশ্যই এক ঘণ্টার মধ্যে তার আত্মীয়দের জানাতে হবে।’
বাংলা৭১নিউজ/এসএইস