অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বদলি করা এসব কর্মকর্তাদের মধ্যে ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ২১ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লিখিত পদ ও স্থানে বদলি এবং পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ