শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

৩৫তম ফোবানা সম্মেলন’র ‘ধামাকা কিক অফ’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৭ মে, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘৩৫তম ফোবানা সম্মেলন’র স্বাগতিক কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হল ‘ধামাকা কিক অফ’র মধ্যদিয়ে। এই সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনভেনর জি আই রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী এবং হাসমত মোবিন, সম্মেলনের ডায়মন্ড স্পন্সর ইনোভেটিভ গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু বকর হানিপ, ডিপ্লোম্যাট গ্রুপ ফ্যাশন ইন্কের প্রেসিডেন্ট এ্যাপেক্সিয়ান আবদুর রউফ দিলিপ, টপ টি কালেকশনের চেয়ারম্যান সরদার রনি হক, স্বাগতিক কমিটির সভাপতি ইনারা ইসলাম, ফওমা ইনোভেটিভ কন্সালটেন্সি গ্রুপের প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির নেতা ফাহাদ সোলায়মান, খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক ড. ফায়জুল ইসলাম, পারভিন পাটোয়ারী, জাকির চৌধুরী ও মিসেস চৌধুরী, কেএসবি গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ হোসাইন প্রমুখ।

বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটির প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনর মোহাম্মদ মিয়া, সহ-সভাপতি শফিকুল ইসলাম, ফোবানার আউস্ট্যান্ডিং মেম্বার আরেফিন বাবুল, আবীর আলমগীর, আটলান্টা বাংলাধারার সভাপতি মাহাবুবুর রহমান ভুইয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (বালা)’র সভাপতি সাঈদ এম বাবু, সাধারণ সম্পাদক দেওয়ান জহির পলাশ, আটলান্টা বাঙালি ভয়েসের প্রেসিডেন্ট মাইনউদ্দীন দুলাল, টেক্সাস বায়ার্ড’র প্রেসিডেন্ট লতিফ ইমতিয়াজ তুষার, জয়েন সেক্রেটারি মনির হোসাইন, সাংস্কৃতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসাইন, সেমিনার (আবেয়া) কমিটির চেয়ার ড. আনিস রহমান প্রমুখ।

শুরুতেই আসছে লেবার ডে উইকেন্ডে (সেপ্টেম্বরের ৩-৫) যুক্তরাষ্ট্রের রাজধানীতে তিনদিনব্যাপি ফোবানা সম্মেলনের সামগ্রিক প্রস্তুতি আলোকে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে বিষয়ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম, প্রবাস প্রজন্মের সম্পৃক্ততা ইত্যাদি স্থান পায় প্রাণবন্ত এ আলোচনায়।

সভা শেষে হলভর্তি দর্শক-শ্রোতার মুহূর্মুহু করতালির মধ্যে ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, হোস্ট কমিটির কনভেনর জি আই রাসেল অন্য অতিথিদেরকে সাথে নিয়ে ‘৩৫তম ফোবানা সম্মেলন’র কিক অফ ঘোষণা করেন, যার নাম দেয়া হয় ‘ধামাকা কিক অফ’।

অনুষ্ঠানে শো-টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলমের সাথে ফোবানা সম্মেলনের শিল্পী নিয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সম্মেলনের পক্ষে ছিলেন কনভেনর জি আই রাসেল, সভাপতি ইনারা ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনর পারভিন পাটোয়ারী, ট্রেজারার ড. ফায়জুল ইসলাম, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মনির হোসাইন প্রমুখ।

শেষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এইপর্বে অংশগ্রহণ করেন আমন্ত্রিত শিল্পী সেলিম ইব্রাহিম, কাবেরী রহমান, কামারুজ্জামান বকুল, রোখসানা মির্জা, শেখ নিলীমা শশি, শেফালী সারগাম ও নাজু আখন্দ।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com