বাংলা৭১নিউজ, ঢাকা: আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আগামী ২৮ আগস্ট রাজধানীর শাপলা চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত জাতীয় পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে।
আজ বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে করণীয় নির্ধারণে পেশাজীবী প্রতিনিধির জাতীয় কনভেনশন’ শীর্ষক আলোচনা সভায় এ ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব ওসমান আলী। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আলোচনা সভার আয়োজন করে।
ওসমান আলী বলেন, ‘সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ২৮ আগস্ট এ পতাকা মিছিল করা হবে। রাজধানীর সবচেয়ে বড় পতাকা মিছিল হবে এটি। মিছিলে ২০ হাজার শ্রমিকের সমাগম হবে।’
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপত্বিতে সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাসদ একাংশের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস