শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

২৪ জুলাই শুরু পেশাদার ফুটবল লিগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ১০৫ বার পড়া হয়েছে

বা্ংলা৭১নিউজ, ঢাকা: আগের আটটি পেশাদার লিগের পর্দা উঠেছে ঢাকাতেই। দু-একটি ব্যতিক্রম বাদ দিলে বঙ্গবন্ধু স্টেডিয়ামই দেশের সব বড় ফুটবল আয়োজনের আঁতুড়ঘর।

তবে এবার নবম পেশাদার লিগের শুরুটা হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। ২৪ জুলাই বন্দরনগরী সাক্ষী হবে পেশাদার লিগের নবযাত্রার।

বিশাল আয়োজন, সামনে ঈদ। তাই সামগ্রিক প্রস্তুতির জন্য একটু সময় নিয়েছেন আয়োজকেরা। এ কারণেই পূর্বঘোষিত ১৫ জুলাই থেকে লিগটা ৯ দিন পেছানো হয়েছে।

সিদ্ধান্তটা হয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটির কালকের প্রথম সভায়। অবশ্য বাফুফের খেলা পেছানোর সংস্কৃতিটা জানা থাকলে অবাক হওয়ার কিছু নেই।

মাঠে দর্শক আনতে এবার বিপুল প্রচারণায় নামবে লিগের স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। ওই প্রতিষ্ঠানের অনুরোধেই লিগ পেছানো হচ্ছে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।

চট্টগ্রাম পর্ব শেষে সিলেট হয়ে ঢাকা, রাজশাহী, বরিশালে খেলা রাখার পরিকল্পনা অবশ্য বহালই আছে। ষষ্ঠ ভেন্যু ময়মনসিংহ অথবা গোপালগঞ্জ।

প্রতি ভেন্যুতে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলবে। ছয় ভেন্যুতে ছয় রাউন্ড শেষে আবার চট্টগ্রাম দিয়ে সপ্তম রাউন্ড শুরু।

এভাবে ঘুরে ঘুরে ছয়টি ভেন্যুতে ১৩২টি ম্যাচ। বাফুফে বলছে, ঢাকায় ২৪টি ম্যাচ হবে, ঢাকার বাইরে ১০৪টি। আগের মতো আর লিগটা ঢাকায় বন্দী থাকবে না।

কাল সালাম মুর্শেদী বললেন, ফ্লাডলাইট থাকা তিনটি ভেন্যুতে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) দিনে দুটি করে ম্যাচ হবে। অর্থাৎ এই ভেন্যুগুলোয় তিন দিনে ছয়টি ম্যাচ শেষ করা হবে। ফ্লাডলাইটবিহীন বাকি তিনটি স্টেডিয়ামে ছয়টি ম্যাচ হবে ছয় দিনে।

সাইফ পাওয়ারটেকের এক কর্মকর্তা অবশ্য পরে বলছিলেন, আপাতত তিন দিন বলা হলেও মাঝখানে বিরতি দেওয়া হতে পারে। তাই সিদ্ধান্তটা বদলানোর সম্ভাবনা থাকছে। তবে একটা বিষয় নিশ্চিত, লিগের সব ম্যাচই দেখানো হবে টিভিতে।

বা্ংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com