একটি প্রকল্পের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন (২০২০-২০৪১) শীর্ষক এ প্রকল্পে ৭ পদে মোট ১৬ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ৯ জানুয়ারি ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
পদের নাম: সহকারী নগর পরিকল্পনাবিদ
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং/গ্রামীণ পরিকল্পনায় স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-৯ অনুযায়ী।
পদের নাম: সহকারী স্থপতি
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্যে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-৯ অনুযায়ী।
পদের নাম: সহকারী প্রকৌশলী (সার্ভে)
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং- এ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-৯ অনুযায়ী।
পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/নগর ও অঞ্চল পরিকল্পনা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি/ফলিত গণিত/ জিআইএস প্রযুক্তি/ভূগোল বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: বেতন: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-৯ অনুযায়ী।
পদের নাম: উপ-সহকারী স্থপতি
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেকচার-এ ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-১০ অনুযায়ী।
পদের নাম: জিআইএস অপারেটর
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/স্থাপত্য/পুরকৌশল এ ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-১১ অনুযায়ী।
পদের নাম: নকশাবিদ
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: ড্রাফটসম্যানশীপ- এ ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ২০১৫ সালের জাতীয় বেতন গ্রেড-১৫ অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ৯ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর দপ্তরে পৌঁছাতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে www.cda.gov.bd।
বাংলা৭১নিউজ/এমএস