শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি উন্নয়নের লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার মিসাইলের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই বিআরটিএ নির্ধারিত সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা কার্যকরের দাবি ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২ জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

দু-এক স্থানে জালভোট দেওয়ার চেষ্টা, বিভিন্ন অপরাধে কয়েকস্থানে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ডসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। সকালে দিকে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। 

১৫৬ উপজেলার মধ্যে ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম), বাকি উপজেলায় কাগজের ব্যালটে ভোটগ্রহণ করা হয়েছে। গত ৮ মে প্রথম দফায় ১৪২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ করা হবে। 

দ্বিতীয় ধাপে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয় ১৬১ উপজেলার। স্থগিত, ধাপ পরিবর্তন এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় কিছু উপজেলা বাদ পড়েছে। শেষ পর্যন্ত ভোটগ্রহণ করা হয়েছে ১৫৬ উপজেলায়।

ভোটগ্রহণকালে বিভিন্ন উপজেলায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শরীয়তপুর জাজিরা উপজেলায় প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিওধারণ করতে গিয়ে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। উপজেলার সেনেরচর ইউনিয়নের ফরাজী দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে সাংবাদিকদের উপর হামলা করা হয়।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় শঠিবাড়ি মহাবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দুই জন আটক হয়েছেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গোপনকক্ষে গিয়ে অন্য ভোটারের ব্যালট পেপারে সিল মারার সময় পোলিং এজেন্ট মাহবুব মিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। পরে তাকে ৭ দিন কারাদণ্ড দেওয়া হয়।

বাগেরহাটের চিতলমারী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত প্রফুল্ল কুমার মণ্ডল উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে পৌর এলাকার বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন মোবাইল ফোন রাখার অপরাধে পোলিং এজেন্ট ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনে ভোটার উপস্থিত ছিল কম। সকাল ১০টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮নং ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, মাত্র ২ ঘণ্টায় ৩ শতাংশ ভোট পড়েছে। এই ভোট কেন্দ্রে মোট ভোটার ৩২৬৮। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদের আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ভোট কেন্দ্রে সকাল সোয়া ৯টা ভোট পড়েছে মাত্র ৭ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১ হাজার ৮২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন হয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার ৩ কোটি ৫২ লাখ। তাদের মধ্যে ১ কোটি ৭৯ লাখ ৫ হাজার পুরুষ এবং ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার নারী। ভোটকেন্দ্র রয়েছে ১৩ হাজার ১৬টি ও ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি। এ নির্বাচনে ৭ জন চেয়ারম্যানসহ মোট ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com