সরকারি-বেসরকারি ১৪ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা ২১ অক্টোবর ২০২২ (শুক্রবার), প্রার্থী ৯ লাখ ৬৮ হাজার ৮৯৯ জন। প্রতিষ্ঠানভেদে ওই দিন সকাল, দুপুর ও বিকেলে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, অধিদপ্তরসহ ১৪টি প্রতিষ্ঠানে একই দিনে নিয়োগ পরীক্ষা হওয়ায় বিপাকে পড়েছেন আবেদন করা চাকরিপ্রার্থীরা।
সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী সমাজসেবার অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষায়, ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার প্রার্থী ২ লাখ ৫৫ হাজার ২৯২ জন। এই দুটি পরীক্ষা হবে সকালে প্রায় কাছাকাছি সময়ে। অর্থাৎ, যেসব প্রার্থীরা এই দুইটি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেছেন, তারা কেবল যেকোনো একটিতে অংশ নিতে পারবেন।
বড় দুটি চাকরির পরীক্ষা সমাজসেবার অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা পড়েছে একই সময়ে।
কারণ, তাদের অনেকেরই একই দিন একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা রয়েছে। কারো ক্ষেত্রে দেখা গেছে, সকালে একটি প্রতিষ্ঠানের পরীক্ষা, বিকালে আরেকটির, তবে মূল সমস্যা হচ্ছে, দুটি পরীক্ষার কেন্দ্র দুই শহরে। চাকরিপ্রার্থী আব্দুন নূর জানান, তার একটি পরীক্ষার কেন্দ্র ঢাকা, আরেকটি ঢাকার বাইরে জেলা শহরে। যদি একই শহরে হতো, তাহলে সকালে একটি পরীক্ষায় অংশ নিয়ে বিকালে আরেকটি পরীক্ষাও দেওয়া যেত।
২১ অক্টোবর যেসব প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা :
সমাজসেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বেসরকারি প্রিমিয়ার ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল), বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, গণযোগাযোগ অধিদপ্তর, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
বাংলা৭১নিউজ/এসএইচ