রবিবার, ১৬ জুন ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’ ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া রাখাইনের নিয়ন্ত্রণ হারানোর পথে মিয়ানমার সেনাবাহিনী বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় সোমবার বরিশালে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২ ঈদে বন্দিদের জন্য থাকছে উন্নত খাবারের ব্যবস্থা ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই : র‍্যাব ডিজি ঢাকায় কখন কোথায় ঈদ জামাত ভাটারায় রান্নাঘরে বিস্ফোরণ একে একে নিভে গেল চার প্রাণ সুপার এইটের ৭ দল চূড়ান্ত, অপেক্ষায় বাংলাদেশ ফাঁকা ঢাকায় রেসিং করলেই ব্যবস্থা : ডিএমপি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলো‌মিটার যানজট

১০ গোলে জিতল বাংলাদেশের মেয়েরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আরেকটি দুর্দান্ত জয় পেল বাংলাদেশের মেয়েরা। নিজেদের তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে বিশাল জয় পায় বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক কৃষ্ণা রানী সরকার করেছেন হ্যাটট্রিক। জোড়া গোল অনুচিং মোগিনী, শামসুন্নাহারের। একটি করে গোল নার্গিস খাতুন, মার্জিয়া ও মারিয়ার।

এর আগে ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরু করা গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল। টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধেই চার গোল করে কৃষ্ণা-সানজিদারা। প্রথম গোলের জন্য অবশ্য ২১তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

একাদশ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু অনুচিংয়ের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়। তবে গোলের অপেক্ষার অবসান অনুচিংই করে দেন ২১তম মিনিটে বক্সের জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করে।

৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ডান দিক থেকে একটি ক্রস কিরগিজস্তানের ডিফেন্ডার বিপদমুক্ত করতে না পারলে ফাঁকায় বল পেয়ে যান মার্জিয়া। বাঁ পায়ের জোরালো শটে বল ঠিকানায় পৌঁছে দেন এই ফরোয়ার্ড।

প্রতিপক্ষের রক্ষণে আধিপত্য ধরে রেখে প্রথমার্ধের শেষ দিকে দুই গোল করে গত বাছাইয়ে তৃতীয় হওয়া বাংলাদেশ। ৪২তম মিনিটে অধিনায়ক কৃষ্ণা রানী ও প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে নিখুঁত হেডে গোল করেন অনুচিং।

দ্বিতীয়ার্ধের শুরুতে কৃষ্ণার দৃষ্টিনন্দন গোলে কিরগিজস্তানের ‍ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। অধিনায়কের জোরালো বাঁকানো শট ঠিকানা খুঁজে পায়।

৬৭তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত করে দেন শামসুন্নাহার। বক্সের মধ্যে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৭৫তম মিনিটে নার্গিসের অসাধারণ গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া এই ডিফেন্ডারের ফ্রি-কিক কিরগিজস্তানের গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে জালে জড়ায়।

পাঁচ মিনিট পর অধিনায়ক কৃষ্ণা হ্যাটট্রিক পূরণ করেন। বক্সের মধ্যে অধিনায়কের বাঁ পায়ের জোরালো শটে স্কোরলাইন ৮-০ করে নেয় বাংলাদেশ।

৮৪তম মিনিটে মারিয়া মাণ্ডা ও ৮৫তম মিনিটে শামসুন্নাহারের লক্ষ্যভেদে ১০-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com