রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, যৌথবাহিনী অভিযানে ধরা

১০০ টাকা রিচার্জে ১৫,০০০ টাকা বোনাস!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ‘বাংলালিংক নম্বরে ১০০ টাকা রিচার্জ করলে ১৫ হাজার টাকা বোনাস টকটাইম পাবেন। আর ১৪ হাজার টাকা বিকাশ করলে ৭৫ হাজার টাকা পাওয়া যাবে।’

এমন প্রলোভন দেখিয়ে বগুড়ার প্রবাসীর স্ত্রী দৌলতুন্নেছার কাছে তিন দফায় বিকাশের মাধ্যমে ১৯ হাজার ৪৯০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

অবশ্য বিকাশ এজেন্ট টের পাওয়ায় তিনি আরও ১৪ হাজার টাকা খোয়ানো থেকে রেহাই পেয়েছেন।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া শহরতলির কর্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের রাজু আহমেদ সৌদি আরবে চাকরি করেন। প্রতি মাসে সংসার খরচের জন্য এক সন্তান ও স্ত্রী দৌলতুন্নেছাকে ২০ হাজার টাকা পাঠান।

আজ সকাল পৌনে ১১টার দিকে ওই গৃহবধূর মোবাইল ফোনে (বাংলালিংক) ০১৯৯২-৮৯১৩৫৫ ও ০১৯৯৪-০৯৫৮৫৪ নম্বর থেকে ৫ থেকে ৬ বার রিং আসে।

ফোন রিসিভ করলে তাকে জানানো হয়, বাংলালিংক অফিস থেকে ফোন করা হয়েছে। ১০০ টাকা রিচার্জ করলে ১৫ হাজার টাকা বোনাস (টকটাইম) পাবেন। ফোন কেটে দেয়ার পর বার বার ওইসব নম্বর থেকে রিং আসতে থাকে। একপর্যায়ে তাদের কথায় গৃহবধূর বিশ্বাস হয়।

পরে তিনি দেবর ফৌরদৌসকে সঙ্গে নিয়ে গ্রামের একটি বিকাশ সেন্টার থেকে ১০০ টাকা রিচার্জ করেন। কিছুক্ষণ পর ১৫ হাজার টাকা বোনাসের মেসেজ আসে।

ওই সময় প্রতারকরা বলে, দুই হাজার ১৫০ টাকা বিকাশ করলে ১৫ হাজার টাকা পাওয়া যাবে। তাদের কথায় বিশ্বাস করে তিনি ওই বিকাশ সেন্টার থেকে তাদের (প্রতারক) দেয়া ০১৮৩০-৯৬৯৪৮৭ নম্বরে ওই পরিমাণ টাকা বিকাশ করলে ১৫ হাজার টাকার মেসেজ আসে। এতে গৃহবধূর বিশ্বাস আরও বেড়ে যায়।

এরপর প্রতারক জানায়, সাত হাজার ১৪০ টাকা বিকাশ করলে ৩০ হাজার টাকা পাওয়া যাবে। তখন তিনি একই নম্বরে ওই পরিমাণ টাকা বিকাশ করলে ৩০ হাজার টাকা বোনাসের মেসেজ আসে।

তৃতীয়বার ওই গৃহবধূকে বলা হয়, ১০ হাজার ২০০ টাকা বিকাশ করলে ৫০ হাজার টাকা পাওয়া যাবে। অধিক লাভের আশায় গৃহবধু দৌলতুন্নেছা ০১৭১৮-২৬৩৬০৪ নম্বরে টাকা বিকাশ করলে ৫০ হাজার টাকা বোনাসের মেসেজ আসে।

চতুর্থবার ফোনে গৃহবধূকে জানানো হয়, ১৪ হাজার টাকা বিকাশ করলে ৭৫ হাজার টাকা পাওয়া যাবে। গৃহবধূ বিকাশ সেন্টারে গিয়ে ওই পরিমাণ টাকা পাঠানোর উদ্যোগ নেন।

এতে বিকাশ সেন্টারের মালিকের সন্দেহ হলে তিনি ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করেন। টাকা পাঠানোর বিষয়টি শুনে তিনি তাকে সতর্ক করে দেন।

পরে খোঁজ করে জানতে পারেন, গৃহবধূর ফোনে কোনো টাকা বা বোনাস আসেনি। মেসেজগুলো ভুয়া।

এর কিছুদিন আগে টাংগাইলের গৃহবধূ সীমার মোবাইল ফোনে (বাংলালিংক) ০১৯৭৯৫৫৫২২৬ ও (রবি)০১৮৫০০৭৭৯২৮ নম্বর থেকে বার বার রিং আসে।ফোন রিসিভ করলে তাকে জানানো হয়, কাস্টমার কেয়ার থেকে ফোন করা হয়েছে।

ওই সময় প্রতারকরা বলে,আপনাদের সুবির্ধাথে জানানো যাচ্ছে যে,আগে এক হাজার টাকা বিকাশ করলে বিশ টাকা চার্জ নেওয়া হত।এখন এক হাজার টাকায় পাঁচ টাকা চার্জ নেওয়া হবে এর জন্য আপনাকে ৭,২ নাম্বার চাপতে হবে। এভাবে প্রতারকরা হাতিয়ে নেয় তার মোবাইলে থাকা ৯০০০ হাজার টাকা।

প্রতারণার শিকার ওই গৃহবধূরা টাকা হারিয়ে হতাশ হয়ে পড়েছেন। তারা জনগণকে এ ব্যাপারে সতর্ক হবার অনুরোধ জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com