বাংলা৭১নিউজ,ঢাকা: পহেলা নভেম্বর থেকে ঢাকা ও বিভাগীয় শহরসহ দেড় শতাধিক স্পটে শুরু হচ্ছে সপ্তম জাতীয় আয়কর মেলা। এবার মেলায় প্রথমবারের মতো চালু করা হচ্ছে অনলাইন ট্যাক্স। এনবিআর’ কর্মকর্তারা আশা করছেন, অষ্টম পে স্কেল বাস্তবায়নের ফলে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী করনেটে আসায় মেলায় রিটার্ন দাখিল ও কর আহরণ অনেক বাড়বে।
জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে ২০১০ সালে প্রথমবারের মতো আয়কর মেলার আয়োজন করে এনবিআর। প্রথমে শুধু ঢাকায় এই মেলার আয়োজন করা হলেও করদাতাদের ব্যাপক সাড়া পেয়ে বিভাগীয়, জেলা শহরসহ পর্যায়ক্রমে বাড়ানো হয় মেলার পরিসর।এবারের মেলায় প্রথমবারের মতোঅনলাইন ট্যাক্স চালু করা হচ্ছে। এদিকে নতুন অর্থ আইনে বেশ কিছু পরিবর্তন আসায় রিটার্ন
দাখিলের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা এনবিআর কর্মকর্তাদের। এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, করদাতাদের সেবা প্রদানের জন্য যতধরনের সহায়তা করতে হয় তা বলবৎ থাকবে এবং অনলাইন সেবাটি মেলা শুরুর দিন উদ্বোধন করা হবে।
তিনি আরো জানান অর্থ আইনে যে সব কর্মকারি কর্ম-কর্তাদের বেতন ষোল হাজারের বেশী তাদের রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে এই খাত থেকে ৩-৪ লক্ষ আয়কর পাবে বলে মত প্রকাশ করে।
এদিকে পহেলা জুলাই থেকে ২০১৫- ১৬ আয় বর্ষের রিটার্ন জমা দেয়া শুরু হলেও জমার হার খুবনগণ্য। মেলায় ওয়ান-স্টপ সার্ভিস থাকায় অধিকাংশ করদাতা অপেক্ষায় আছেন মেলার।
প্রথমবারের মতো এবার আয়কর মেলার আয়োজন করা হচ্ছে আগারগাঁওয়ে নতুন রাজস্ব ভবনে। গতবছর মেলায় রিটার্ন জমা পড়েছিল ১লাখ ৬১ হাজার, আর কর আহরণ হয়েছে ২ হাজার ৩৫ কোটি টাকা। ৩০ নভেম্বর শেষ হচ্ছে রিটার্ন দাখিলের সময়। তবে এবার রিটার্ন দাখিলের জন্য এক মাসবেশি সময় পাচ্ছেন করদাতারা।
বাংলা৭১নিউজ/এসএইস