বাংলা৭১নিউজ, ডেস্ক : হ্যাকারের কবলে পড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ভেরিফাইড ফ্যান পেজটি হ্যাক হয়েছে। সম্প্রতি মাহি তার (আসল) ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা পোস্ট করে এ তথ্য জানান।
প্রকাশিত ভিডিও বার্তায় মাহি বলেন, ‘ফেসবুকে আমার একটি ভেরিফাইড ফ্যান পেজ আছে। প্রায় দুই আড়াই বছর ধরে এই পেজটি ভেরিফাইড হয়েছে। এটার অ্যাডমিন আমি ছিলাম কিন্তু গত এক বছর ধরে এর অ্যাডমিনশিপটা আমার কাছে নেই। আমি জানি না এটা কে বা কারা চালায়। আমি খেয়াল করেছি, এই পেজে অন্যদের নিউজ শেয়ার করা হয় অথচ আমার কোনো নিউজ এই পেজে থাকে না। এটা আসলে খুবই দুঃখজনক।’
তিনি আরো বলেন, ‘আমি ফেসবুকের অনেক কিছুই বুঝি না। জানি না, ফেসবুক কতৃপক্ষর কাছে এ বিষয়ে কিভাবে অভিযোগ করতে হয়। আমার আইডিতে যদি এমন কেউ থেকে থাকেন যে, এই বিষয়ে ভালো বুঝেন। কিভাবে রিকভার করা যায় তা জানেন তবে প্লিজ আমাকে হেল্প করবেন।’
২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে এ অভিনেত্রীর। ভালোবাসার রং, অগ্নি, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না, কৃষ্ণপক্ষ সহ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহি।
বাংলা৭১নিউজ/পিএইচ