শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

হোয়াইট হাউজের অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈরিতা ভুলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী ২০ জানুয়ারী অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। বুধবার (১১ ডিসেম্বর) সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

গত মাসে ট্রাম্প জানান, চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক এবং কানাডা ও মেক্সিকো থেকে আমদানীকৃত সব পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপ করবেন, যা তার প্রথম দিকের নির্বাহী আদেশের একটি হবে। তবে অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়ে সম্পর্কে বরফ গলার ইঙ্গিত দিচ্ছেন কি ট্রাম্প?

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে জয়ের পরপরই নভেম্বরের শুরুতে ট্রাম্প শিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তবে চীনা প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা স্পষ্ট নয়। 

ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে হোয়াইট হাউজের অভিষেক অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতাকে অতিথি করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

সিবিএস নিউজ অনুসারে, চীনা কোম্পানি টিকটক বর্তমানে মার্কিন আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে। গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করছে।

উল্লেখযোগ্যভাবে, নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ৩১২ ইলেক্টোরাল ভোট পেয়ে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করার পর দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন ট্রাম্প। যেখানে কমলা পান মাত্র ২২৬ ইলেক্টোরাল ভোট।

২০২০ সালে হেরেও হার মানতে অস্বীকার করেছিলেন ট্রাম্প।  তবে সেখান থেকে ফিরে এসে ফের একবার হোয়াইট হাউজ দখল করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এভাবে শুধুমাত্র এক একজন মার্কিন প্রেসিডেন্টই নির্বাচনে হেরে যাওয়ার ৪ বছর পরে ফের হোয়াইট হাউজের বাসিন্দা হয়েছিলেন। 

১৮৯২ সালের মার্কিন নির্বাচনে গ্রোভার ক্লিভল্যান্ড জয়ী হয়েছিলেন।  এই ডেমোক্র্যাট ১৮৮৫ থেকে ১১৮৯ মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম প্রেসিডেন্ট ছিলেন। এরপর ১৮৮৮ সালে অনুষ্ঠিত ভোটে তিনি হেরে গিয়েছিলেন। তবে ১৮৯২ সালে ফের তিনি নির্বাচনে জিতে যুক্তরাষ্ট্রর ২৪তম প্রেসিডেন্ট হয়েছিলেন। আর প্রায় শোয়া শতক পর ট্রাম্পও সেই কীর্তি করে দেখালেন।  

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com