রবিবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে এ ঘটনা ঘটে। আব্দুল মালেক জনতা ব্যাংকের গ্রাহক ছিলেন। তিনি ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের মনোহারা গ্রামের মৃত ইনছান আলীর ছেলে।
আব্দুল মালেকের দাবি, ছিনতাইকারীরা ছয়জন ছিলেন। তাদের মধ্যে তিনজন হেলমেট পরা ছিলেন। অন্য তিনজনকে তিনি চিনেছেন বলে দাবি করেন।
স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা আগে থেকেই তাকে (আব্দুল মালেক) টার্গেট করেছে। তবে ব্যাংকের নিচে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। ব্যাংকের নিচতলায় মার্কেটে লোকজনও ঘটনাটি বুঝতে পারেনি।
আহত গ্রাহক আব্দুল মালেক বলেন, আমি তিনজনেক চিনেছি। তারা আমাদের এলাকারই। অন্য তিনজন হেলমেট পরা ছিল। আমি টাকা ফেরতসহ ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। থানায় লিখিত অভিযোগ দিব।
ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ম্যানেজার লুৎফর রহমান বলেন, মালেক ও তার এক নারী আত্মীয় টাকা উত্তোলন করে ব্যাংক ত্যাগ করেন। একটু পরেই ওই নারী এসে বলেন তাদের টাকা ব্যাংকের নিচের সিঁড়ি থেকে ছিনতাই হয়েছে। আমারা সিসি ক্যামেরা চেক করেছি। তবে আমাদের সিসি ক্যামেরা সিঁড়ি পর্যন্ত কাভার করে না।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী গ্রাহক আব্দুল মালেকের সঙ্গে কথা বলেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ