বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি : মানব ইতিহাসে নর ও নারী পরস্পরের সম্পূরক। ”সেদিন সুদুর নয়, যে দিন ধরনী – পুরুষের সাথে গাহিবে নারীরও জয় ” কাজী নজরুলের সেই স্বপ্ন সত্য হোক। সেই ¯্রােত ধারায় ” সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্ম জীবন ধারা ”
দিনাজপুরের হিলি সীমান্ত সুরক্ষায় পুরুষের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নারী সদস্যের ভুমিকাই অপরিসিম। তারা সীমান্তের চোরাচালান দমন, তল্লাসী পরিচালনা, সীমান্ত প্রতিরোধ, নিরাপত্তাসহ দেশ ও জাতি গঠনে নারী বিজিবি সদস্যদের ভুমিকা এখন যথেষ্ট।
গেলো দু’বছরে বিজিবি’তে নারী সদস্য যুক্ত হওয়ায় হিলি সীমান্ত এলাকার অপরাধ দমনে সহায়ক ভুমিকা পালন করছে বিজিবি নারী সদস্যরাই।
উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল। মেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ৮টি স্টল অংশগ্রহন করেন।
পরে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বার্হী কর্মকর্তা শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধূরী, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস