শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

হিরোশিমায় ওবামার ঐতিহাসিক সফর ২৭ মে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ মে, ২০১৬
  • ৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ছুড়ে দেওয়া পারমাণবিক বোমায় বিধ্বস্ত জাপানের সেই হিরোশিমা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুদ্ধের ৭০ বছর পর আগামী ২৭ মে হিরোশিমায় ওবামার এ সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

গত মঙ্গলবার রাতে রাজধানী টোকিওয় সাংবাদিকদের ওবামার এই সফরসূচি নিশ্চিত করেন তিনি।

আবে বলেন, জি-সেভেন সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা ২৬ মে জাপানে যাবেন। আর এর পরদিনই তিনি হিরোশিমায় পারমাণবিক বোমায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলতে সেখানে যাবেন।

বারাক ওবামা যে হিরোশিমায় যাচ্ছেন এ খবর গত মাসের শেষ সপ্তাহে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছিল।

আর এর মধ্য দিয়ে ১৯৮৪ সালে জিমি কার্টারের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোন প্রেসিডেন্টের পা পড়বে হিরোশিমায়। ওবামার সফরকে ঐতিহাসিক সফর বলেই মনে করছে স্থানীয় জনপ্রশাসন।

এর আগে গত ১১ এপ্রিল জি-সেভেন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক চলাকালে হিরোশিমায় সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার সফরটিও ঐতিহাসিক ছিল।

ওবামার সফরের কথা নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের কর্মকর্তা বেন রড্রিস। ওবামার জাতীয় নিরাপত্তা ও কৌশল বিষয়ক এ কর্মকর্তা তার এক নোটে বলেন, আমরা (পররাষ্ট্রমন্ত্রী জন কেরি) গত মাসে হিরোশিমায় ঘুরে এসে প্রেসিডেন্টকে বিষয়টি অবহিত করি।

২৭ মে বারাক ওবামা হিরোশিমার স্মৃতিসৌধ পরিদর্শন শেষে পারমাণবিক বোমায় আক্রান্তদের উদ্দেশে ভাষণও দেবেন।

রাড্রিস বলেন, ১৯৪৫ সালের সেই যুদ্ধের পর সাধারন মানুষজনের কাছে যুক্তরাষ্ট্র নীতি তুলে ধরা এবং জাপানিদের সম্মান জানানোর এ এক চমৎকার সুযোগ।

ওবামা তার সফরে দুই দেশের বর্তমান মৈত্রী সম্পর্কের বিষয়গুলোও জাপানিদের সামনে তুলে ধরবেন।

গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভুল’ পদক্ষেপের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এ নিয়ে দেশে বেশ সমালোচনাও হয়।

তবে ওবামার হিরোশিমা সফরকালে স্থানীয় এলাকবাসী যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছে।

এর আগে হিরোশিমার মেয়র কাজুমি মাসুরি বলেন, এটি যুক্তরাষ্ট্র সরকারের ঐতিহাসিক সফর। আমরা চাই, ওবামা হিরোশিমায় পারমাণবিক বোমা হামলায় বেঁচে থাকা মানুষদের কাছে ক্ষমা চাইবেন।

তবে এ বিষয়টি মঙ্গলবার নাকচ করে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, বিষয়টি মূখ্য নয়, তিনি (ওবামা) হিরোশিমায় যাচ্ছেন এটিই অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।

একই ধরনের মন্তব্য করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র বেন রড্রিস। তিনি বলেন, প্রেসিডেন্ট ও তার দল এ সফরে খোলামেলা ভাবে ইতিহাস থেকে শিক্ষা নেবেন যা ভবিষৎ প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আর ওবামার এ সফর পারমাণবিক অস্ত্র ব্যবহার বিরোধী অভিযানেরই অংশ।

১৯৪৫ সালের ৬ অগাস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ছুড়ে দেয়া পারমাণবিক বোমায় ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যায়। এর তিনদিন পর নাগাশাকিতে আরও একটি পারমাণবিক বোমায় মারা যায় ৭৪ হাজার মানুষ।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com