বাংলা৭১নিউজ, ফরিদপুর: ফরিদপুর ডায়াবেটিক মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে হাসপাতালের পুরাতন ভবনের লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম সুর্য খাতুন (৬৫)। তিনি ফরিদপুর সদর উপজেলার বারখাদা গ্রামের মৃত মনছের খাঁর স্ত্রী।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানান, ৬ মার্চ সুর্য খাতুনের ভাগ্নি একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মো. কাফিরের স্ত্রী হালিমা বেগম টিউমার অপারেশনের জন্য ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হন। তাকে দেখতে ৭ মার্চ সুর্য বেগম হাসপাতালে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় সুর্য বেগম ওষুধ আনতে নিচে নামেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় সুর্য খাতুনের ভাই ঈসমাইল হোসেন কোতোয়ালি থানায় ডায়রি করেন। আজ সকালে লিফটের নিচ থেকে দুর্গন্ধ ছড়ালে হাসপাতাল কর্তৃপক্ষ অনুসন্ধান করে এক নারীর লাশ দেখে থানায় খবর দেয়।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ বলেন, কিভাবে ওই নারী লিফটের নিচে গেল তা বোধগম্য নয়।
বাংলা৭১নিউজ/সিএইস