রাজধানীর টিকাটুলি হানিফ ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় খালিদ নামে একব্যক্তি মারা গেছেন।
বুধবার (২০ জানুয়ারি) পুলিশ জানায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে টিকাটুলি তিন রাস্তার মোড়ের দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটির ময়লার গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ির নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান খালিদ।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে পাশের সালাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাজু মিয়া জানান এ ঘটনায় সিটি করপোরেশনের গাড়িটি জব্দ করা হয়েছে। একই সাথে ঘাতক চালককেও গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় খালিদের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।
বাংলা৭১নিউজ/এআর