বাংলা৭১নিউজ,(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে বন্দুক ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ভোরে উপজেলার রামচরণ ইউনিয়নের রামচরণ বাজার সংলগ্ন মেঘনার নদীর পাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একনলা বন্দুক, একটি লেঞ্চার, একটি ধারালো ছোরা, দেশি লোহার স্টিক জব্দ করা হয়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্ল্যা গ্রামের মজিবুর রহমানের ছেলে ডাকাত সর্দার নাজিম মোল্লা ও তার সহোযোগী রামচরণ ইউনিয়নের মাহফুজুর রহমানের ছেলে সেলিম।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার নাজিম মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির অধিক মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
বাংলা৭১নিউজ/এইউএ