বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

হাঁস পালনে ভাগ্য ফেরালেন আজমত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : চারিদিকে শুধু মাঠ আর মাঠ। নির্জন ওই স্থানটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়িসহ আশপাশের শত শত বাথান এলাকার দৃশ্য। ওই মাঠের মধ্য দিয়ে বহমান ধলাই নদীতে হাঁস প্রতিপালন করে স্বাবলম্বী হয়েছেন আজমত আলী নামের এক সফল খামারী। তার দেশের বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানার গাড়–লিয়া গ্রামে। ৩০ টি হাঁস প্রতিপালনের মাধ্যমে প্রাথমিকভাবে এ কাজ শুরু করেছিলেন তিনি। একনিষ্ঠ পরিশ্রমে অতি অল্প সময়ের মধ্যেই তিনি ১২শ’ হাঁসের মালিক হয়ে দৃষ্টান্তমূলক নজির স্থাপন করেছেন।

জানা গেছে, গত বছর সফল খামারী আজমত আলী শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ধলাই নদীর পাশে একটি হাঁসের খামার স্থাপনের জন্য শাহজাদপুরে আসেন। স্বল্প পুঁজি দিয়ে শুরু করে অতি অল্প সময়ের ব্যবধানে তিনি হাঁস প্রতিপালন করে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে সক্ষম হয়েছেন। হাঁস প্রতিপালন করে তিনি জমিজমা ক্রয়সহ ছেলে-মেয়েদের লেখাপড়া স্বাচ্ছন্দের সাথে পরিচালনা করছেন। খামারী আজমত আলী জানান, হাঁস প্রতিপালনের উপযুক্ত ক্ষেত্র হলো নদী তীরবর্তী এলাকা।

উপযুক্ত ক্ষেত্র হওয়ায় তিনি হাঁস প্রতিপালনের জন্য শাহজাদপুরের এ স্থান বেছে নিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, নদী তীরবর্তী এমন এলাকায় হাঁসের অন্যতম প্রধান খাদ্য শামুকসহ বিভিন্ন প্রাকৃতিক খাবার খুব সহজেই মেলে। এতে হাঁস প্রতিপালনে হাঁসের খাবারের ব্যয় কমে প্রায় শুণ্যের কোঠায় নেমে আসায় লাভের পরিমান বেশী হয়। প্রতিদিন সকালে তিনি নদীতে হাঁসগুলোকে ছেড়ে দেন এবং সন্ধ্যায় ফের খামারে নিয়ে যান।

খামারে থাকাবস্থায় হাঁসগুলোকে ধান ও গম খাবার হিসেবে দেয়া হয়। প্রায় ১২শ’ হাঁসের মধ্যে উল্লেখযোগ্য পরিমান নিয়মিত ডিম দেয়ায় ডিম বিক্রি করেও দৈনিক একটা বড় অংকের অর্থ পাওয়া যায়। এসব কাজের জন্য ৩/৪ জন কর্মচারীকে বেতনের ভিত্তিতে সেখানে রাখা হয়েছে। কিন্তু এলাকাটি অপেক্ষাকৃত দুর্গম হওয়ায় অনেকেই বেশী অর্থ ছাড়া সেখানে কাজ করতে চান না। তার পরেও পেশাটি অত্যন্ত লাভজনক হওয়ায় দুর্গম স্থানে বেশী বেতনের কর্মচারী রেখেও যে নীট মুনাফা

আয় হয় তা অতি দ্রুত তাকে সাবলম্বী করে তুলেছে। সফল খামারী আজমত আলী দেশের বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন,‘বেকারেরা অতি অল্প পুঁজিতে তার এ পেশা অনুকরণ করে অল্প সময়েই তাদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকেও গতিশীল করতে পারেন। এ জন্য হাঁস প্রতিপালন বিষয়ে সব ধরনের সহযোগীতার বেকারদের দেয়ারও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com