বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: ‘ব্যাঙ ডাকলে বর্ষা’ কথাটির যতার্থতা পাওয়া যাবে চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে গেলেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই তলিয়ে গেছে অক্সিজেন মোড়সহ আশপাশের পুরো এলাকা। দুর্ভোগ পোহাচ্ছে রাঙামাটি-খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের হাজার হাজার যাত্রী। এ দুর্ভোগ শুধু আজকের নয়, বৃষ্টি নামলেই সবসময়ের।
বুধবার (৯ অক্টোবর) বিকেল চারটার দিকে অক্সিজেন মোড়ে গিয়ে দেখা যায়, সড়কে জমে আছে এক হাঁটু পানি। সড়কের দুই অংশেই আটকা পরে আছে শতশত গাড়ি। রাঙামাটি-খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের হাজার হাজার যাত্রীরা এক হাঁটু পানি মাড়িয়েই ছুটছেন এ কাউন্টার থেকে ও কাউন্টার। যাত্রীদের এ দুর্ভোগকে কাজে লাগিয়ে বেশি ভাড়া হাঁকছেন অটোরিকশা চালকরা।
রাঙামাটিগামী পাহাড়িকা সার্ভিসের টিকিট কাউন্টারের সামনে এক হাঁটু পানি। পুরোটাই ডুবে আছে খাগড়াছড়ির শান্তি পরিবহনের কাউন্টার। বাধ্য হয়ে অনেকে বেশি ভাড়া দিয়ে অটোরিকশায় পথ পাড়ি দেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
অক্সিজেন মোড়ের প্রয়োজন স্টোরের ম্যানেজার মামুন বলেন, প্রায় ছয়মাস ধরে এ এলাকায় প্রায় প্রতিদিন জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে ব্যবসায় প্রচুর লোকসান হচ্ছে। মূলত অক্সিজেন মোড়ের নালাটা বালুতে বন্ধ হয়ে যাওয়ায় এ জলাবদ্ধতা হচ্ছে, রাস্তায় পানি উঠছে। তবে গত ছয়মাসে কখনোই এ সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান তিনি।
শান্তি পরিবহনের চালক মো. আবছার বলেন, ‘সিটি কর্পোরেশন নালার ওপর দোকান করেছে। এখন নালার পানি উঠছে রাস্তায়। বাসযাত্রীদের উঠাতে গেলেই গালি খেতে হয় আমাদের। অথচ আমরা তো রাস্তা ঠিক করতে পারি না।’
বাংলা৭১নিউজ/জেএইচ