বাংলা৭১নিউজ, ডেস্ক: জনপ্রিয় মার্কিন ছবির ‘ফিফটি শেডস অব গ্রে’র জন্য প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী ড্যাকোটা জনসন। তিনি অভিনয়ে আরও বহুদূর এগুতে চান। কিন্তু নিজের ভবিষ্যত নিয়ে তিনি নিশ্চিত নন বলে জানালেন। তার মতে, তিনি নাকি হলিউডে বেশিদিন কাজ করতে পারবেন না।
ড্যাকোটা বলেন, ‘আমি মনে করি, নিজেই জানিনা আমি কি করছি। এমনকি, জীবনে সামনে কি হতে চলেছে, সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। সিনেমা নিয়েই আমি সবসময় থাকতে চাই। কিন্তু মাঝে মধ্যে এই ব্যাপারেও অনীহা বোধ করি। তখন নিজেই বুঝতে পারিনা কি করছি, এবং কি করা উচিৎ।’
প্রায় প্রতিদিনই নতুন নতুন অভিনেত্রী হলিউডে যোগ দেন। তাই তিনি মনে করেন, এই ইন্ডাস্ট্রিতে তার ভবিষ্যত নিশ্চিত নয়। ২৬ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ‘এই মুহূর্তে আমি সিনেমার জন্য পরিচিত। যদিই এটি হয় আমার একমাত্র পরিচয়, তবে আমি জানি না এটি সত্যিই আমি কি না।’
বাংলা৭১নিউজ/এমকে