সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

হন্ডুরাসকে উড়িয়ে দিয়ে ফাইনালে ব্রাজিল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: শক্তিমত্তায় হন্ডুরাস নিঃসন্দেহে ব্রাজিলের চেয়ে পিছিয়ে ছিল। কিন্তু তাই বলে হন্ডুরাসকে কেউ খাটো করে দেখার সাহস পায়নি।

পাবে কী করে! এই দলটি যে সেমিফাইনালে এসেছে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে। আর যাই হোক তাদের বিপক্ষে জয় পেতে ব্রাজিলকে ঘাম ঝরাতে হবে বলেই অনেকের ধারণা ছিল।

কিন্তু কীসের কী? ব্রাজিলের বিপক্ষে তারা রীতিমতো নাস্তানাবুদ। তাদেরকে ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। নেইমারের এক গোল ও গ্যাব্রিয়েল জেসাসের জোড়া গোলে ভর করে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সেলেকাওরা।

দ্বিতীয়াধে আরো তিনিট গোল করে নেইমাররা। তাতে ৬-০ গোলে বিধ্বস্ত হয় হন্ডুরাস। দ্বিতীয়াধের অন্তিম মুহূর্তে নেইমার তার জোড়া গোল পূর্ণ করেন। এ ছাড়া মারকুইনহোস ও লুনা একটি করে গোল করেন।

বুধবার রাতে ম্যাচ শুরুর ১৪ সেকেন্ডের মধ্যে নেইমার গোল করে বসেন। তাকে গোলে সহায়তা করেন জনি প্যালাসিও। এ সময় হন্ডুরাসের ডি বক্সের মধ্যে নেইমার বল পেয়ে যান। তাকে রুখতে এগিয়ে আসেন হন্ডুরাসের গোলরক্ষক লুইস লোপেজ। কিন্তু নেইমার তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।

ম্যাচের ২৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসাস। তাকে গোলে সহায়তা করেন লুয়ান। এরপর ৩৫ মিনিটের মাথায় নেইমারের থ্রো থেকে বল পেয়ে যান জেসাস। এবারও তিনি বল জালে জড়িয়ে দেন। আর ব্রাজিল সমর্থকদের উল্লাসে ভাসান।

নেইমারের এক গোল ও জেসাসের জোড়া গোলে ভর করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় ব্রাজিল। বিরতির পর ৫১ মিনিটের মাথায় নেইমারের নেওয়া কর্নার কিক থেকে গোল আদায় করে নেন মারকুইনহোস। তাতে ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৭৯ মিনিটে ফিলিপে অ্যান্ডারসনের সহায়তায় লুনা গোলের দেখা পেলে ব্যবধান হয় ৫-০। আর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন অধিনায়ক নেইমার।

অলিম্পিক ফুটবলের ফাইনালে স্বর্ণ জয়ের লক্ষ্যে নাইজেরিয়া অথবা জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com