বাংলা৭১নিউজ, ঢাকা: পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি ৭ সেপ্টেম্বর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে জানা গেছে, বিকাল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে খালেদা জিয়া ঢাকার শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম করার প্রস্তুতি নিয়েছে বিএনপি।
গত ৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে রওনা হয়ে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টায় বিএনপি চেয়ারপারন খালেদা জিয়া জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। আর একই দিনে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান জেদ্দা পৌঁছান। সেদিন থেকে হজ পালন ও খালেদা জিয়া সৌদি আরব ত্যাগের আগ পর্যন্ত তারা একসঙ্গেই অবস্থান করেন।
১১ সেপ্টেম্বর সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে খালেদা জিয়া সপরিবারে সৌদি আরবের মক্কায় ঐতিহাসিক আরাফাত ময়দানে পবিত্র হজ সম্পন্ন করেন। পরিবারের বাইরে এ সময় খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস