বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ৫ গ্রামের মানুষের সংঘর্ষ ৪৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ দায়িত্ব নিয়েই হামাসকে যে বার্তা দিলেন ইসরায়েলের সামরিকপ্রধান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্যের সব পদ স্থগিত আধুনিক সেবার আওতায় আসছেন হজযাত্রীরা : ধর্ম উপদেষ্টা শহীদদের রক্তের দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের রয়েছে : হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন ভোটের অধিকারের ব্যাপারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাসখন্দে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব এপ্রিলে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মনোয়ার হোসেন গ্রেপ্তার আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান শেষদিনে ইবতেদায়ী শিক্ষকদের ফাইলে স্বাক্ষর করে গেলেন ওয়াহিদউদ্দিন নাম ভাঙিয়ে বাড়ি তল্লাশি-অর্থ দাবি, সতর্ক থাকতে বলছে দুদক দেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার ‘নির্বাচিত সরকারও হাসিনাসহ অপরাধীদের বিচার নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে’ গুইমারা প্রেস ক্লাবের সভাপতির নামাজে জানাজা অনুষ্ঠিত নিত্যপণ্যের দাম আরও কমানোর চেষ্টা চলছে : অর্থ উপদেষ্টা

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে ব্যাংক খোলা আজ

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৫ বার পড়া হয়েছে

আজ শনিবার (১১ জুন) খোলা থাকবে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখাসমূহ ।

এর আগে বৃহস্পতিবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন-ডিওএস হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের শাখা খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস বাংক খোলা রাখতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।

ব্যাংক খোলা রাখতে গত বুধবার গভর্নরকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো শনিবার (১১ জুন) খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।

বাংলা৭১নিউজ/এএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com