সারা বিশ্ব থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসলমানেরা আজ শুক্রবার আরাফাত ময়দানে হাজির হয়েছেন হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে। তাঁদের ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিদায় হজের স্মৃতি বিজড়িত এ ময়দান।
সেখানে তাঁরা সূর্যাস্ত পর্যন্ত থেকে হজের খুতবা শুনবেন এবং জুমা ও আসরের নামাজ পড়বেন। এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদে নামিরার খতিব ও সৌদির সাবেক বিচারমন্ত্রী মুহাম্মাদ আবদুল করীম আল-ঈসা। এ খুতবা রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হবে বিশ্বময়।
এবার হজের খুতবা বাংলাসহ ১৪টি ভাষায় সম্প্রচার করা হবে। বাংলায় অনুবাদ করবেন উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা শোয়াইব রশিদ। তাঁর সহকারী হিসেবে থাকবেন খলিলুর রহমান।
সৌদির স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে) খুতবার সরাসরি সম্প্রচার শুরু হবে।
https://manaratalharamain.gov.sa/ ওয়েবসাইটে প্রবেশ করে বাংলায় ক্লিক করলে সরাসরি খুতবার অনুবাদ শোনা যাবে। সেখানে জুমার খুতবা শোনার অপশনও দেওয়া আছে।
২০১৮ সাল থেকে অনুবাদ প্রকল্প শুরু করে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। গত বছর ১০ ভাষায় তা অনুবাদ করা হয়। এবার তাতে আরও চারটি ভাষা যুক্ত করা হয়। ইংরেজি, ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফারসি, রুশ, চায়নিজ, তার্কিশ, বাংলা, হাউসা। নতুন অন্তর্ভুক্ত চারটি ভাষা হলো—স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল।
এবার হজের লাইভ অনুবাদ ২০ কোটির বেশি মানুষ শুনবে বলে আশা করছে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।
বাংলা৭১নিউজ/এসএইচ